দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় অলিম্পিকে তুলকালাম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গত শুক্রবার রাতে। যেখানে অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগী দেশগুলোর মার্চপাস্টের আয়োজন করা হয় সিন নদীতে। সেই প্রদর্শনী চলাকালেই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের মার্চপাস্টের সময় তাদের উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দেওয়া হয়। যা নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্ষমা চাইলেও, তুলকালাম থামছেই না। মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ঘোষক পরিচয় করিয়ে দেন এভাবে, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া।’ যা শুনে অনেকেই চমকে ওঠেন। কারণ এটি উত্তর কোরিয়ার সরকারি নাম। তাই ঘোষণাটি হতো এভাবে ‘দ্য রিপাবলিক অব কোরিয়া’, এটি দক্ষিণ কোরিয়ার সরকারি নাম। দুই ভাষাতেই (ফরাসি ও ইংলিশ) দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে। কিন্তু দুই বৈরি দেশের পরিচয়ে এই ভুল নিয়ে তোলপাড় তৈরি হওয়াই স্বাভাবিক। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনা করে কোরিয়ান ভাষায় একটি পোস্ট করেছে। তারা জানায়, ‘উদ্বোধনী অনুষ্ঠান সমপ্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

পূর্ববর্তী নিবন্ধ৬৪ বছর পর ডাইভিংয়ে পদক পেল ব্রিটেন
পরবর্তী নিবন্ধশুটিংয়ে নামছেন আজ বাংলাদেশের রবিউল