দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

দুবাই থেকে ফিরে গত বৃহস্পতিবার রাতে এক দফা বৈঠক। গতকাল শনিবার আরেক দফা বৈঠক বিসিবিতে। সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসানের তিন দফা আলোচনা শেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। অনেক অনিশ্চয়তা ও বারংবার সিদ্ধান্ত বদলের পালা শেষে বিশ্রামকে ছুটি দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব। গতকাল বিসিবিতে সংবাদ সম্মেলনে সাকিব নিজেই জানালেন তিন সংস্করণ তিনি খেলা চালিয়ে যেতে চান এবং সেটির শুরু দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই। সাকিবের সিদ্ধান্ত এলো এমন এক সময় যখন তিন গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশ দল চলে গেছে দক্ষিণ আফ্রিকা। তিনি যাবেন আজ রাতে। সংবাদ সম্মেলনের শুরুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, গোটা বছরের প্রোগ্রাম নিয়ে ওর সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার পর একটা সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে ও। সাকিব জানান, তিন সংস্করণেই খেলতে তিনি প্রস্তুত। ছুটি বা বিশ্রামের সিদ্ধান্ত নেবে বোর্ড। আমরা গোটা বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটি ফরম্যাটেই আছি (বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে), কাজেই তিনটি ফরম্যাটেই আমাকে পাওয়া যাবে সবসময়। বোর্ড সিদ্ধান্ত নেবে কোন সময় আমাকে বিশ্রাম দেওয়া জরুরি বা নেওয়া দরকার। এই দক্ষিণ আফ্রিকা সিরিজেও আমাকে পাওয়া যাবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন সাকিব যেহেতু আমাকে বলেছে যে ও একটু মেন্টালি ডিস্টার্বড, আমার মনে হয়, এই সময়টায় আমাদের সবার সাকিবের পাশে থাকা উচিত। ওর সঙ্গে থাকা উচিত। মানসিক শক্তি দেওয়া উচিত ওকে। কাজেই এটা নিয়ে আর বেশি আলোচনা করা উচিত নয়। একটা জিনিস মনে রাখতে হবে, সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ-মাশরাফি, ওরা অনেক দিয়েছে। অনেক কিছু করেছে দেশের জন্য। এটা অস্বীকার করার পথ নেই। মানুষের কোনো একটা সময় শারীরিক বা মানসিক সমস্যা হতেই পারে। ওই সময়টায় আমাদের উচিত তাদের পাশে থাকা। আমরা সবসময় ওদের পাশে আছি, সামনেও থাকব। সাকিব অবশ্য পরে বললেন, মানসিকভাবে এখন তিনি ভালো জায়গায় আছেন।
বিসিবি সভাপতি জানালেন, দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজের কোনো ম্যাচে সাকিবকে বিশ্রাম দেওয়া হতে পারে। আমার ধারণা, বেশির ভাগ ম্যাচেই ও খেলবে। এমনও হতে পারে, কোনো একটা ম্যাচে আমরা নাও খেলাতে পারি। ওর তো ইচ্ছে করতে নাও পারে খেলতে।

পূর্ববর্তী নিবন্ধভূজপুর সিংহরিয়া খেলোয়াড় সমিতির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধলাখেরা শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন