দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ছে সহিংসতা

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জোহানেসবার্গে ছড়িয়ে পড়ছে সহিংসতা। শনিবার সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগের পর রোববারও সহিংস বিক্ষোভ দেখা গেছে। জোহানেসবার্গের রাস্তায় বিক্ষোভকারীরা লাঠিসোটা নিয়ে মিছিল করেছে। বন্ধ হয়ে গেছে মহাসড়ক। খবর বিডিনিউজের।
গত সপ্তাহে ১৫ মাসের কারাদণ্ডাদেশ পাওয়ার পর গ্রেপ্তার এড়াতে পুলিশের কাছে ধরা দেন জ্যাকব জুমা। পরে তাকে জেলে পাঠানো হয়। এরপর মূলত জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটাল প্রদেশে বিক্ষোভ দানা বেঁধেছে।
পরে তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, কাওয়াজুলু নাটাল এবং গুয়েটাঙ প্রদেশে সহিংসতার শুরু থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জোহানেসবার্গ মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছেন, শনিবার রাতে অ্যালেঙান্দ্রিয়া শহরে এবং জেপেস্টাউন শহরতলীতে লুটপাট হয়েছে। রাস্তায় চলমান গাড়ির ওপর গুলি ছোড়া হচ্ছে এমন খবর আসার পর বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়ক।
রয়টার্সের এক টিভি সাংবাদিক সারি সারি বিক্ষোভকারীকে লাঠি, গল্ফ ছড়ি এমনকী গাছের ডাল নিয়ে জোহানেসবার্গের রাস্তায় ঘুরতে দেখার কথা জানিয়েছেন। ক্ষুব্ধ এই বিক্ষোভকারীরা রাস্তার ধারের দোকানপাটের জানালা ভাঙচুর করেছে এবং লুটপাট চালিয়েছে।
পুলিশ বলছে, অপরাধীরা এই বিক্ষুব্ধ পরিস্থিতির সুযোগে চুরি, লুটপাট করছে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি ডেকে আনছে। জাতীয় গোয়েন্দা সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, যারা সহিংসতা উস্কে দেবে তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধকিউবায় বিক্ষোভ মুখোমুখি অবস্থানে সরকার-জনগণ
পরবর্তী নিবন্ধস্কুল খোলার জন্য আর অপেক্ষা করা যায় না : ইউনিসেফ-ইউনেস্কো