মিসেস নকুথুলা পেশানচ নডলভুর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালনা পর্ষদ, সদস্য এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী, সহ সভাপতি (ফরেন ট্রেড অ্যান্ড অ্যাফেয়ার্স) ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল। সূচনা বক্তব্যে সভাপতি খলিলুর রহমান আমন্ত্রিত অতিথিদের সিএমসিসিআইর পরিচালনা পর্ষদ ও সদস্যদের সাথে সাক্ষাতের জন্য ধন্যবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার দু’দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম আরও বৃদ্ধি এবং এদেশে তাদের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান মিসেস নকুথুলা পেশানচ্ নডলভু তাকে সিএমসিসিআই অফিসে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি প্রশংসা জানিয়ে দু’দেশের ব্যবসায়ীদের ব্যবসা স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিএমসিসিআই সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল, সদস্য সোলায়মান আলম শেঠ, কেডিএস টেঙটাইল, কেডিএস গার্মেন্টস্ এবং কেওয়াই স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।