দক্ষিণ অঞ্চলকে অনুন্নত ও অবহেলায় রেখে আধুনিক বাংলাদেশ কল্পনা সম্ভব নয়

গোলটেবিল বৈঠকে বক্তারা

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪০ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর দক্ষিণ তীর থেকে টেকনাফ পর্যন্ত বৃহত্তর চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উন্নয়নমূলক নাগরিক সংগঠন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের আয়োজনে ১০ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরীর একটি হোটেলের অডিটরিয়ামে ‘চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা ও প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ স উ ম আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা ও সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ৪১টি দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলকে অনুন্নত ও অবহেলায় রেখে আধুনিক বাংলাদেশ নির্মাণ বা কল্পনা করা অসম্ভব। সম্ভাবনাময় বৃহত্তর এই অঞ্চল পাহাড়সমতল ও সমুদ্রবেষ্টিত। এই অঞ্চলে হাজার বছর ধরে জনবসতি গড়ে উঠেছে। সমুদ্রের তীর ও পাহাড়গুলো নদীমাতৃক বাংলাদেশকে সমৃদ্ধি ও সৌন্দর্যমণ্ডিত করেছে। বৃহত্তর এই দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল স্বাধীনতার আগে ও পরে বারেবারে অবহেলিত। বাংলাদেশ উন্নয়ন ও আধুনিকতায় এগিয়ে গেলেও এই অঞ্চলে উন্নয়নের তেমন উদ্যোগ লক্ষণীয় নয়। গোলটেবিলে বৈঠকে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহাম্মদ, মো. আকরাম হোসেন, অধ্যাপক ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, এম. সোলায়মান ফরিদ, সোহেল মো. ফখরুদদীন, মো. আবদুর রহিম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, . সবুজ বড়ুয়া শুভ, . মোরশেদুল হক, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, আতিকুর রহমান চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, আবদুল্লা আল নোমান বেগ, . দীপানন্দ থেরো, মোহাম্মদ আলী হোসেন, কাজী মোহাম্মদ শাহাজাহান, অধ্যক্ষ আবদুল গফুর রাব্বানী, উপাধ্যক্ষ মাওলানা সালাহ উদ্দিন তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুল এন্ড কলেজে সভা ও বার্ষিক প্রতিযোগিতা