দক্ষ মানব সম্পদ তৈরির বিকল্প নেই

বিজিসি ট্রাস্ট ভার্সিটির নবীন বরণে উপাচার্য

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

 

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সামার সেশনের ব্যবসায় প্রশাসন, ইংরেজী ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান ২০.০৭.২০২৩ তারিখ অনুষ্ঠানের গত ২০ জুলাই ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড..এফ.এম আওরঙ্গজেব। অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম. আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম. শোয়েব। বক্তব্য রাখেন প্রফেসর আ..ম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. হযরত আলী মিয়া, প্রফেসর ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, প্রফেসর খালেদ বিন চৌধুরী, প্রফেসর ইয়াসির সিলমী। আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা তৃনা, ইংরেজী বিভাগের শিক্ষক জেবুন্নেছা ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক উম্মে সালমা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাসিব খান জেনিন, তানজিলা আক্তার মহিমা, মহিউদ্দীন হাসান সাজিদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমানে ৪র্থ শিল্প বিল্পবের প্রাক্কালে প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব সামনের দিকে এগিয়ে চলছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চ শিক্ষা গ্রহন এবং আইটি জ্ঞান সমৃদ্ধ দক্ষ মানব সম্পদ তৈরীর বিকল্প নেই। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজেদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউইকন ক্যানোপি প্রকল্পের কাজ শুরু
পরবর্তী নিবন্ধসুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে : ড.অনুপম সেন