ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলার ভূমি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ কামালের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. জাহিদ হোসেন পনির, ভূমি সংস্কার বোর্ডের উপ–ভূমি সংস্কার কমিশনার (উপ–সচিব) মো. রেজাউল কবীর ও ভূমি মন্ত্রণালয়ের উপ–সচিব সেলিম আহমদ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাতে পারবে একমাত্র দক্ষ ও চৌকষ ভূমি কর্মকর্তারা, যাদের প্রশিক্ষিত হওয়া জরুরি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সরকারি সেবাসমূহ এখন জনগণের হাতের মুঠোয়। চট্টগ্রামে ভূমি উন্নয়ন কর দাবি ও আদায় নির্ধারণী বিষয়ে ও ভূমি মালিক নাগরিক নিবন্ধন এবং নিবন্ধনের পর সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাদের হোল্ডিং যাচাই ও সমন্বয়করণ ব্যাপারে নির্দেশনা প্রদান করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।