থিয়েটার ইনস্টিটিউটে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও কাব্য সন্ধ্যা

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরীর ১১তম কাব্যগ্রন্থ ‘অক্লেশে অকাতরে’ এর মোড়ক উন্মোচন ও এক কাব্য সন্ধ্যা গত শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন লায়ন মো. ওসমান গনি, অধ্যাপক কবি ড. ফরিদ উদ্দিন ফারুক, উৎপল কান্তি বড়ুয়া, নুরুল আবসার, সাংবাদিক মাহবুব পলাশ, . এস এম শাহনুর, হৃদয় হাসান বাবু, গৌতম কানুনগো, লায়ন মো. খোরশেদ আলম, লায়ন ইয়াসমিন কবীর, লায়ন শারমিন সুলতানা মৌ, সেলিম তালুকদার আকাশ ও বদিউল আলম বদরুল। উপস্থিত ছিলেন লায়ন মো. শওকত উল ইসলাম, কাজী ছিদ্দিকুর রহমান, মো. জসিম উদ্দিন, নুরুল আলম এবং সুহা শবনম সেতু।

প্রথম পর্ব উপস্থাপনায় ছিলেন প্রকাশক কাজী সাইফুল হক।দ্বিতীয় পর্বে প্রতিমা দাসের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন স্মরণিকা চৌধুরী, সৌভিক চৌধুরী, সোমা মুৎসুদ্দী, মাহবুব পলাশ, শিমলা চৌধুরী, উত্তম দাশ, শর্মি বড়ুয়া, কুতুবউদ্দিন বখতেয়ার, রিনিক মুন, মনিরুল মান্নান, নাজরিন আখতার, এনায়েত হোসেন পলাশ, সূপর্ণা লিপি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অরূপ কুমার বড়ুয়া, মো. নাজিমউদ্দিন ও জহুরুল পথিক।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সম্মেলন ও অভিষেক
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার দায়িত্ব হস্তান্তর