থানার পাশের বিল্ডিংয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, আদালতে মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার থানার পাশের বিল্ডিংয়ে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রহিম নামে ভুক্তভোগী ওই ব্যবসায়ী থানায় মামলা না নেওয়ায় বৃহস্পতিবার সাত সন্ত্রাসীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক আমলে নিয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন মো. নুরুন্নবী, বিপ্লব দে, মিজানুর রহমান, ইমাম হোসেন হৃদয়, রতন দে, বোরহান ও মো. রুবেল প্রকাশ লম্বা রুবেল। তবে চকবাজার থানা পুলিশ জানায় চাঁদাবাজির কোনো ঘটনাই ঘটেনি।
মামলার বাদী ব্যবসায়ী রহিম উদ্দিনের আইনজীবী আতাউর রহমান বলেছেন, বাদীর অভিযোগ সত্য। বাদী থানায় মামলা করতে গেলেও থানা মামলা নেয়নি। যেকারণে আমার বাদীকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।
মামলার এজাহারে বাদী ব্যবসায়ী রহিম অভিযোগ করেন, ‘চকবাজার আলী প্লাজায় একটি কম্পিউটার ও ফটোস্ট্যাট দোকান আছে তার। অভিযুক্তরা বিভিন্ন সময় নানা অজুহাতে চাঁদা দাবি করে। আর চাঁদা না দেওয়ায় গত ১২ ডিসেম্বর দলবল নিয়ে রহিমের ওপর হামলা চালায় মো. নুরুন্নবী নামে স্থানীয় এক সন্ত্রাসী। এর আগে ১৩ নভেম্বর সেই নবীর নির্দেশেই ব্যবসায়ী রহিমকে মারধর করতে করতে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। উভয় ঘটনা মার্কেটের সিসি টিভি ক্যামেরায় রেকর্ড হয়। ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হলেও ব্যবস্থা নেয়নি চকবাজার থানা। অথচ চকবাজার থানার পাশের বিল্ডিং আলী প্লাজা। যেখানে রহিমের ওপর হামলা হয়।’
চকবাজার থানায় যোগাযোগ করা হলে থানার ওসি তদন্ত আবদুল হালিম আজাদীকে বলেন, আমরা ট্রিপল নাইনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটেনি। তাদের মধ্যে একটা সামান্য ঘটনা ঘটেছিল। সেটি গত ১২ ডিসেম্বর উভয় পক্ষকে ডেকে সমাধান করা হয়েছিল। এরপরও আদালতে মামলা করলে আমাদের তো কিছু বলার নেই।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মোহাম্মদ নাছির সওদাগরের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাঁজাসহ যুবক গ্রেপ্তার