নিজেদের থানা ভিত্তিক আইনশৃঙ্খলা কমিটিতে সংযুক্ত করে ‘আইনশৃঙ্খলার উন্নতি’ করার জন্য সিএমপি কমিশনার হাসিব আজিজ–এর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলররা। গতকাল দুপুরে সাবেক কাউন্সিলরদের একটি প্রতিনিধি দল দামপাড়া সিএমপি কার্যালয়ে সিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। এসময় প্রতিনিধি দল ২০১৪ সালের পূর্বে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের সংযুক্ত করতে বলেন। সাবেক কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ মোহাম্মদ খান, আবুল হাশেম, এম এ মালেক, মোহাম্মদ তৈয়ব, সামশুল আলম, মো. হাসান মুরাদ, মুহাম্মদ হাসান লিটন, মোহাম্মদ ইসমাইল বালি, দিদারুল আলম লাভু, মোহাম্মদ সেকান্দর, ডা. আবছার উদ্দিন, জয়নাল আবেদিন, মনোয়ারা বেগম মনি ও জেসমিন খানম।
কাউন্সিলররা নগরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, ফুটপাতের উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সবধরণের স্থাপনায় গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করার দাবি জানান।
তারা বলেন, সিডিএ’র নির্দেশনা অনুযায়ী যে সকল স্থাপনায় উন্মুক্ত পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ করে পার্কিংয়ের জন্য নির্ধারণ করা হোক। শহরের ব্যস্ততম এলাকা আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট, লালদীঘি, মুরাদপুর, ফইল্যাতলি বাজারে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হোক। তারা ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সংযুক্ত করায় কমিশনারকে ধন্যবাদ জানান। সিএমপি কমিশনার হাসিব আজিজ কাউন্সিলরদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন বলে আজাদীকে জানিয়েছেন নিয়াজ মোহাম্মদ খান।