থাকসিন কারাগার থেকে হাসপাতালে

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা অসুস্থবোধ করায় রাতেই তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাজা এড়াতে প্রায় ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর মঙ্গলবার দেশে ফেরেন থাকসিন। ব্যক্তিগত বিমানে করে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে এসে নামার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হন তিনি। পুলিশ সরাসরি তাকে থাইল্যান্ডে সুপ্রিম কোর্টে নিয়ে হাজির করে। খবর বিডিনিউজের। সুপ্রিম কোর্ট বিভিন্ন অভিযোগ তাকে আট বছরের কারাদণ্ড দেয়। আদালত থেকে তাকে সোজা ব্যাংককের রিমান্ড কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারে প্রথম রাতেই বুকে চাপ অনুভব করার পর উচ্চ রক্তচাপ শনাক্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমিজোরামে নির্মাণাধীন রেলসেতু ধসে নিহত ২২
পরবর্তী নিবন্ধমস্কোর পর আরেক দফা ড্রোন হামলা রাশিয়ায়, নিহত ৩