থাকবো না আর বেকার, উৎপাদনমুখী হব এবার

আজিজা রূপা | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

আমাদের দেশ উৎপাদনশীল দেশ। কিন্তু আমরা উৎপাদনমুখী নই। আমরা অন্যের তৈরি করা জিনিস বিক্রি করে দ্রুত ইনকাম করতে পছন্দ করি। একটা দেশের উন্নয়ন খুব দ্রুত হয় যখন সে দেশের মানুষ উৎপাদনমুখী হয়। খেয়াল করে দেখেছেন চীন, কোরিয়া আমাদের দেশে পর্যন্ত এসে উৎপাদনমূলক কাজে নেমে পড়েছে। চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড যদি একবার ঘুরে দেখেন দেখবেন কোরিয়ানরা সেখানে আমাদের জায়গার উপর ফেক্টরির পাশাপাশি গরুর খামার, মুরগীর খামার কি না করে রেখেছে। অথচ আমাদের যুবকদের আপনি গরুর খামার করতে বলেন, ছাগলের খামার করতে বলেন, মুরগীর খামার করতে বলেন নাক সিটকাবে। কৃষিকাজ, মাছ চাষ করতে বলেন নাক, সিটকাবে। তারা বিবি এ, এমবিএ করে এক লাফে ম্যানাজারি চাকরি চায়। আমরা মেয়ে মহিলারা আজকাল পাকিস্তানি, ইন্ডিয়ান থ্রিপিসগুলো কিনে এনে সেজে গুজে লাইভে এসে বিক্রি করছি। আমরা সেগুলো, কিনছি। দর্জির দোকানে এত, এত সেলাইয়ের দাম দিয়ে সেলাই করছি। কিন্তু আমরা কি পারি না নিজেরা টেইলারিংটা ভালো করে শিখে একটা টেইলারিং শপ দিতে। ভালো টেইলার এত, কম কেন? আপনারাও ভালো টেইলার হয়ে উঠেননা। এই দেশে যুবক ছেলে মেয়েরা বেকার থাকার কথা না। তারা বেকার থাকে কারণ তাদের গোল থাকে একটা -তারা পড়াশোনা শেষ করে ম্যনাজেরিয়াল চাকরি করবে। তাদের গোল যদি উৎপাদনমুখী কাজে নিজেকে এবং নিজের মেধাকে কাজে লাগানো হয় তাহলে সে,কখনও বেকার থাকবেনা বরং আরো দশজনের কর্মসংস্থান করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর ওয়াস্তে টমটম গাড়িগুলো বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধস্বাগতম নতুন বছর