চট্টগ্রাম ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) রেডিও আয়োডিন ক্যাপসুলের সংকট রয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন থাইরয়েড ক্যানসারের রোগীরা। দীর্ঘ সময় ধরে রেডিও আয়োডিন ক্যাপসুলটির সরবরাহ না থাকায় থাইরয়েডের সার্জারির রোগীদের উদ্বেগ বাড়ছে।
এদেরই একজন নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি বলেন, দুই মাস আগে নগরীর একটি হাসপাতালে থাইরয়েডের ক্যানসারের সার্জারি করেছি। রেডিও আয়োডিন ক্যাপসুল না থাকার কারণে সেটি খেতে পারিনি। এখন সার্জারি করেও স্বস্তি পাচ্ছি না। অনেকবার চট্টগ্রাম ইনমাসে যোগাযোগ করেছি। তারা বারবার জানিয়েছে, ক্যাপসুলটির সরবরাহ নেই।
তবে চট্টগ্রাম ইনমাসের চিকিৎসকরা বলছেন, রেডিও আয়োডিন ক্যাপসুলটি একজন রোগীর একটিই খেতে হয়। এই ক্যাপসুলটি পরমাণু শক্তি কমিশন আমদানি করে। আমরা তাদের চাহিদা দিয়ে থাকি। তবে অনেক মাস ধরে এই ওষুধটির সরবরাহ সংকট রয়েছে। আমরা অল্প কিছু পাচ্ছি, তবে তা পরিমাণে নগণ্য। সারা দেশে এই ওষুধটির সংকট রয়েছে।
জানা গেছে, থাইরয়েডের সার্জারির পর রোগীরা ইনমাসে নিবন্ধন করেন। পরে চিকিৎসকরা যাচাই বাছাই করে ওষুধটি খেতে দেন। ওষুধটি খাওয়ার পর রোগীকে হাসপাতালে পাঁচ দিন একটি আবদ্ধ কক্ষে থাকতে হয়। সেখানে কেউ প্রবেশ করতে পারে না। কারণ এই ওষুধের মধ্যে রেডিয়েশন থাকার কারণে অন্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এই ধরনের রোগীর জন্য কেবিন আছে মাত্র একটি। যার কারণে অনেক দরিদ্র রোগীর পক্ষে ১৫–২০ হাজার টাকা খরচ বেসরকারি হাসপাতালে ওষুধটি নেয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে সময় মতো ওষুধটি নিতে না পারায় অনেক রোগীর মধ্যে পুনরায় ক্যানসার ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান নাক, কান ও গলা রোগ বিভাগের চিকিৎসকরা।
হাটহাজারীর বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, আমার বোনের থাইরয়েড ক্যানসারের সার্জারি করা হয়েছে তিন মাস আগে। ক্যাপসুল না আসায় আমরা পুরো পরিবার টেনশনে আছি। কারণ এতগুলো টাকা দিয়ে সার্জারি করেও এখন যদি ক্যাপসুলের কারণে সুফল না পাই, তাহলে এর চেয়ে দুঃখের আর কী আছে?
চমেক হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সঞ্জয় দাশ আজাদীকে বলেন, রেডিও আয়োডিন ক্যাপসুলটি থাইরয়েড ক্যানসারের রোগীদের দিতে হয়। আমাদের ওয়ার্ডে প্রতি মাসে গড়ে ১০–১২ জন থাইরয়েড ক্যানসারের রোগী ভর্তি থাকে। থাইরয়েডের ক্যানসারের রোগীদের সার্জারির পর এক থেকে দেড় মাসের মধ্যে রেডিও আয়োডিন ক্যাপসুলটি দিতে হয়। চিকিৎসা অসম্পূর্ণ হলে এই ক্যানসার পুনরায় ফিরে আসতে পারে। তবে রেডিও আয়োডিন ক্যাপসুলের সংকট থাকলেও এখন সংকট কিছুটা কেটেছে। কিছু কিছু রোগী এই ক্যাপসুলটি পাচ্ছে।
চট্টগ্রাম ইনমাসের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র ভট্টাচার্য্য আজাদীকে বলেন, আমাদের কাছে এখন রেডিও আয়োডিন ক্যাপসুল কিছু এসেছে। আমরা সেভাবেই রোগীদের দিচ্ছি। তবে এখনো সংকট পুরোপুরি কাটেনি। ক্যাপসুল পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে রোগীদের দেব।












