ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের নির্দেশ

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৭ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজিবের বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেয়। খবর বিডিনিউজের।

২০১৬ সালে ত্রয়োদশ নিবন্ধনের আওতায় তিন ধাপে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ ১৭ হাজার ২৫৪ জনের তালিকা প্রকাশ করেছিল এনটিআরসিএ। এর মধ্যে নিয়োগ না পাওয়া ২ হাজার ৫০০ জন সংক্ষুব্ধের পক্ষে ২০২০ সালের শেষ দিকে হাই কোর্টে নয়টি রিট দায়ের করা হয়। এসব রিটের শুনানি শেষে গত বছরের ২০ মে রুল জারি করে হাই কোর্ট। উত্তীর্ণদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে নাতা জানতে চাওয়া হয় সেখানে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার আদেশ দিল হাই কোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মনিরুজ্জামান আসাদ, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মো. ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুরউসসাদিক। পরে আইনজীবী ছিদ্দিক বলেন, আমাদের বক্তব্য ছিল, নিবন্ধনধারীদের শূন্য পদে পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছে। যেহেতু তারা শূন্য পদে সার্টিফিকেট পেয়েছেন এবং একই ব্যাচ থেকে আগেও নিয়োগ দেওয়া হয়েছে, এজন্য তারাও নিয়োগ পাওয়ার বৈধ অধিকারী এসব বিষয় বিবেচনা নিয়ে আদালতের রায়ে যত দ্রুত সম্ভব উত্তীর্ণ নিবন্ধনধারীদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এনটিআরসিএর চেয়ারম্যানসহ সাতজনকে এই রিটে বিবাদী করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধশ্লীলতাহানির মামলায় শাহ পরানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা