ত্রিপিটক রিসার্চ সোসাইটির উদ্যোগে ড. সুকোমল চৌধুরী অনুদিত পবিত্র ত্রিপিটকের অট্ঠসালিনী প্রকাশ এবং পালি ১ম খণ্ড ও ২য় খণ্ড সমাপ্তকারীদের সম্মাননা প্রদান সম্প্রতি নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি উজ্জ্বল বড়ুয়া বাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। আলোচক ছিলেন চবি পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, অধ্যক্ষ অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, অধ্যাপক আশুতোষ বড়ুয়া। অতিথি ছিলেন ড. উপানন্দ মহাথের, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, অ্যাড. বিশ্বমিত্র বড়ুয়া, রুমি চৌধুরী, রাশু বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া প্রমুখ।উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ–সভাপতি তমাল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দী। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রকাশক জুয়েল বড়ুয়া, উপানন্দ ভিক্ষু ও হিল্লোল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌমেন বড়ুয়া। আবৃত্তি পরিবেশন করেন জুসি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।