পণ্ডিত বিজন কুমার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিতালের তবলা লহরা, রাগ, নৃত্যসহ নানা আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হলো দুদিনব্যাপি উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।
আনন্দী সঙ্গীত একাডেমির সভাপতি বিশুতোষ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তবলাশিল্পী সুরজিৎ সেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন সিকদার ও দোলন দেব, সাইফুল আলম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে সুরজিৎ সেন পরিচালনায় ত্রিতালের বৃন্দ তবলা লহরা পরিবেশন করেন শিল্পী সৌম্য চক্রবর্তী, তীর্থ বড়ুয়া, প্রান্ত দাশ, আদৃত চৌধুরী। এরপর শিল্পী রোজী সেন সেতারে ইমন রাগে খেয়াল পরিবেশন করেন। তার সাথে তবলা সঙ্গত করেন সুশান্ত কর চৌধুরী। পুষ্পিতা বণিক মালকোশ রাগে খেয়াল পরিবেশনা করেন তবলায় ছিলেন শিল্পী দেবু চক্রবর্তী তানপুরায় সম্পদ বড়ুয়া। উড়িষী নৃত্য পরিবেশন করেন উড়িষী শিল্পী প্রমা অবন্তী ও তার দল। এরপর শিল্পী সুমন নাথের পরিচালনায় দেশরাগে খেয়াল পরিবেশন করেন সুরধ্বনি মিউজিক অর্কেস্ট্রা একাডেমির সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তূর্ণা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।