ত্রিতরঙ্গের ৪০ বৎসর পূর্তি উপলক্ষে গত ১৫ এপ্রিল থেকে ৩ মাসব্যাপি এক কর্মশালা পরিচালিত হচ্ছে। শুদ্ধ উচ্চারণ , কবিতা পাঠ, সংবাদ পাঠ ও উপস্থাপনা বিষয়ে এ কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও ভার্সিটির ৩১ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। গত শনিবার সংবাদ পাঠ, উপস্থাপনা এবং সংবাদের গুরুত্ব নিরিখ বিষয়ে কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক ওসমান গনি মনসুর ইতিপূর্বে বিভিন্ন বিষয় ভিত্তিক রিসোর্স পারসন হিসাবে কর্মশালা পরিচালনা করেন অধ্যপিকা ফাতেমা জেবুন্নেসা, কবি রাশেদ রউফ, শাওন পান্থ, অধ্যাপক আনোয়ার সাঈদ, শুভ্রা বিশ্বাস, নাসরিন ইসলাম, নাজনিন হক ও জামিল আহমদ চৌধুরী ।
আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে কর্মশালাটির পরিসমাপ্তি ও অংশগ্রহণকারিদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তি।