ত্রিতরঙ্গের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র–ছাত্রীদের জন্য ‘প্রমিত উচ্ছারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ ও বিজ্ঞাপনে কন্ঠদান’ শীর্ষক ৩ মাসব্যাপী কর্মশালার দ্বিতীয় অধিবেশন গতকাল শনিবার নাসিরাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।উদযাপন কমিটির চেয়ারম্যান সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন হয়। ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থের পরিচালনায় এতে ৪০ জন ছাত্র ছাত্রী কর্মশালায় অংশ।
প্রাথমিক মূল্যায়নে অংশ গ্রহণ করেন অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, নাসরিন ইসলাম, নাজনীন হক। পরীক্ষায় দায়িত্ব পালন করেন উপস্থাপক উম্মে কুলসুম ও মৌরি বড়ুয়া।
কর্মশালা পরিচালক শাওন পান্ত বলেন, দেশের প্রতিটি মানুষ প্রমিত বাংলা উচ্চারণে কথা বলবে এটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।ওসমান গনি বলেন, তোমরা অত্যন্ত ভাগ্যবান কারণ তোমরা এমন একটি কর্মশালায় অংশ নিয়েছো যেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যা জাতীয় জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।