ত্রিতরঙ্গের যুগল প্রেমের কবিতা নিয়ে আবৃত্তি সন্ধ্যা কাল

| বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

যুগল প্রেমের কবিতা নিয়ে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় ত্রিতরঙ্গ আবৃত্তি দল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন চট্টগ্রামে আয়োজন করেছে ‘আমার চোখে তোমার ভালোবাসা’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা। মঞ্চে যুগল আবৃত্তি পরিবেশন করবেন দেবাশিস্‌ রুদ্র ও সিফাত সরোয়ার সোহেলী, শামীমা শিলা ও সেলিম রেজা সাগর, মো. এহতেশামুল হক ও সাবিনা ইয়াসমিন সাথী, রোজী বিশ্বাস ও লিংকন বিশ্বাস অরূপ, সুজয় দে ও জুহি সেনগুপ্তা। দর্শনীর বিনিময়ে আয়োজিত অনুষ্ঠাটির প্রবেশ পত্র অনুষ্ঠানের দিন মিলনায়তনে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা চট্টগ্রাম প্রেস ক্লাবে আজ
পরবর্তী নিবন্ধযারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তারা জাতির শত্রু