যুগল প্রেমের কবিতা নিয়ে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় ত্রিতরঙ্গ আবৃত্তি দল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন চট্টগ্রামে আয়োজন করেছে ‘আমার চোখে তোমার ভালোবাসা’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা। মঞ্চে যুগল আবৃত্তি পরিবেশন করবেন দেবাশিস্ রুদ্র ও সিফাত সরোয়ার সোহেলী, শামীমা শিলা ও সেলিম রেজা সাগর, মো. এহতেশামুল হক ও সাবিনা ইয়াসমিন সাথী, রোজী বিশ্বাস ও লিংকন বিশ্বাস অরূপ, সুজয় দে ও জুহি সেনগুপ্তা। দর্শনীর বিনিময়ে আয়োজিত অনুষ্ঠাটির প্রবেশ পত্র অনুষ্ঠানের দিন মিলনায়তনে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।