ত্রিতরঙ্গের বর্ণাঢ্য আয়োজন ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ বর্ষা উদযাপন উপলক্ষে আয়োজন করেছে ‘আজ শ্রাবনের আমন্ত্রণে’ শীর্ষক দুদিন ব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের সমাপনী দিনে অনুষ্ঠিত হলো হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত সংগঠনের নাসিরাবাদ কার্যালয়ে বিভিন্ন পর্বে অনুষ্ঠানের মধ্যে ছিল ‘বর্ষা প্রকৃতি’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংগীত একাডেমির বিভিন্ন পরিবেশনা, ত্রিতরঙ্গের দলীয় পরিবেশনা, বৃন্দ আবৃত্তি, নৃত্য পরিবেশন এবং বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।

ত্রিতরঙ্গ ৪০ বছর উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক এলিজাবেথ আরিফা মোবাশশিরা, বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, ডক্টর শরীফ আশরাফুজ্জামান, ফাতেমা জেবুন্নেসা, কবি কমরে আলম, রোটারিয়ান নুরুল আলম কিরণ, নাট্যজন রবিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব কবি শাওন পান্থের জন্মদিন উপলক্ষে কেক কেটে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুর রহিম, শিল্পী সাইফ উদ্দিন মাহমুদ খান, শিল্পী ইকবাল পিন্টু, শিল্পী দিদারুল ইসলাম, শিল্পী প্রিয়াংকা ভট্টাচার্য, শিল্পী সোহানা রহমান, শিল্পী শিলা চৌধুরী, শিল্পী রিনা দাস সহ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সংগঠক এবং সাংস্কৃতি কর্মীদের পদচারণায় ত্রিতরঙ্গ আঙ্গিনা মুখরিত মুখরিত ছিল চিটাগাং আঙ্গিনা! আবৃত্তিত অংশ নেন নাজনীন হক, আফসানা আলম, নুজারা ইসলাম, তাসফিয়া নূর প্রমুখ। উপস্থাপনায় ছিলেন নাসরিন ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি রেড ক্রিসেন্টের ক্রাইসিস হিরোস এপ্রিসিয়েশন ও ইয়ুথ লিড কনফারেন্স
পরবর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ার লিমিটেডের সাথে সিভাসু’র স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি সই