ফিলিস্তিনে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌযান ও মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা ও আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধনের আয়োজন করা হয়েছে। চাকসু নির্বাচনে অংশ নেওয়া ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব ফিলিস্তিনি ভাই–বোনদের পাশে দাঁড়ানো। ‘গ্লোভাল সুমুদ ফ্লোটিলা’ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের এই নৈতিক কাজে ব্যাঘাত ঘটিয়ে ইসরাইল প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী রাষ্ট্র। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দল, মত, নির্বিশেষে সকলের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।