ত্রাণবাহী ট্রাক ঢুকতে উত্তর গাজার জিকিম ক্রসিং খুলে দিল ইসরায়েল

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ করে দিতে জিকিম সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার এ ক্রসিংটি খুলে দেয়া হয়েছে। বলেছে ত্রাণ প্রবাহ দেখভালের দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক বাহিনীর শাখা কোগাট। হামাসইসরায়েল যুদ্ধে সবচেয়ে বিপর্যস্ত গাজার উত্তরাঞ্চলে আরও বেশি ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ক্রসিংটি খুলে দিতে কয়েক সপ্তাহ ধরেই আহ্বান জানিয়ে আসছিল জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো। খবর বিডিনিউজের।

গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এই চাপ আরও বাড়ে। জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যক্রম সমন্বয়কারী কার্যালয় ওসিএইচএ জানিয়েছে, ক্রসিংটি গত ১২ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কোনো সংস্থা ওই পথে ত্রাণ সরবারহ করতে পারছিল না। কেন ক্রসিংটি বন্ধ করা হয়েছিল, তা জানতে রয়টার্স ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাদের দিক থেকে কোনো জবাব পায়নি। দক্ষিণাঞ্চল দিয়ে গাজার উত্তরে কিছু ত্রাণ ঢোকার সুযোগ পেলেও ফিলিস্তিনি ভূখণ্ডটির এ অংশের পরিস্থিতি বেশি নাজুক। উত্তর গাজা ও এর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা দুর্ভিক্ষে ভুগছে বলে বৈশ্বিক এক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা গত মাসেই বলেছিল। কোগাটের বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার সঙ্গে সমন্বয় করেই ক্রসিংটি খুলে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করল কলম্বিয়া
পরবর্তী নিবন্ধক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর