নোয়াখালীর বন্যাদুর্গত এবং পানিবন্দী মানুষের পাশে ত্রান বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল। মোট ৪ ধাপে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌছে দেয় কৃষকদলের নেতৃবৃন্দ। গত ২৭ আগস্ট থেকে ত্রাণ কার্যক্রম শুরু করে তারা। মহানগর কৃষকদলের আহবায়ক মো. আলমগীরের তত্ত্বাবধানে এতে সহযোগিতায় ছিলেন দলের যুগ্ম আহবায়ক মোশাররফ উদ্দিন খালেদ, সালাহউদ্দীন, ছাবের হোসেন, মোজাহের কাদের, রাজু, হাসান প্রমুখ। ত্রাণ কার্যক্রম বিষয়ে মো. আলমগীর বলেন, মহানগর কৃষকদল সবসময় জনগণের দুঃখ দুর্দশায় এগিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বন্যার শুরু থেকে দলের প্রত্যেকে যার যার অবস্থান থেকে ত্রাণ কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।