আমাদের প্রাত্যহিক জীবনে তোষামোদের প্রচলন মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে। তোষামোদকে আমরা বলে থাকি তেল মারামারি অনেকে আবার মালিশও বলে থাকে। ইংরেজিতে আবার বলা হয় পাম্প দেওয়া। রাষ্ট্রের ওপর থেকে নীচে এমন কোন শাখা প্রশাখা কিংবা বিভাগ নেই যেখানে তেল মারামারি বা তোষামোদ চলে না। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় মেধাবী ও পরিশ্রমী লোকেরা ঊর্ধ্বতন বসকে তেল মারতে না জানার কারণে পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে পিছনে পড়ে থাকে, অপরদিকে ফাঁকিবাজ অযোগ্য অনেক লোক শুধুমাত্র তৈল স্বভাবের তথা তোষামোদের জোরে সব দিক দিয়ে উপরে উঠে যায়। আমাদের দেশে এটা আজ এক দুঃখজনক সত্য। রাজনীতিতে তেল মারামারি আরো বেশি শেকড় গেড়ে বসেছে। এখানেও যে যতবেশী তেল মারতে পারে সে ততবেশী উপরে উঠে যায়। সে জন্য দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে চরম এক মেধাশূন্যতা। এভাবে চলতে থাকলে উন্নয়ন আর অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়বো এবং পতিত হবো সংকটে থেকে মহাসংকটে। দেশ ও জাতির স্বার্থে তেল মেরে নয় মেধা ও যোগ্যতার আলোকেই অগ্রসর হওয়া বাঞনীয়।
নজরুল ইসলাম অপু, বহদ্দারবাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।