ওগো দেবী শুনছো? তোমারই জন্য এক গুচ্ছ ফুল নিয়ে দাঁড়াবো বাড়ির সামনে ওই চৌরাস্তার মোড়ে, তুমি প্রচুর অভিমানি জানি, সেটা গ্রহণ করবে না। মাটির তৈরি মানুষটার মাঝে মনটা হঠাৎ ইট পাথরের মত কঠিন কেন হল আমার জন্য সেটা আমি অবগত নই। আমার পবিত্র ভালোবাসাটা কেন অবহেলায় পরিণত হলো সেটাও জানা নেই। ভালোবাসা হল দৈহিক চাহিদা নয়, ভালোবাসা হল একে অপরের হৃদয়ে বিশ্বাসে গড়ে উঠা এক আস্থা, যদি ভালোবাসার কেন্দ্র বিন্দুতে এর পরিমাপ করা হয়, তাহলে সত্যি আমি জয় লাভ করবো, কারণ এত অগাধ পরিমাপের ব্যাসার্ধ নেই বললে চলে, তুমি জীবনানন্দ দাশের গল্পের বনলতার মত এবং হুমায়ুন আহম্মেদ এর গল্পের হিমুর মত আমি নগণ্য লেখকের সব গল্পের ভূমিকাতে দেবী তুমি। তোমাকে না পাওয়ার অতৃপ্তি কখনো আমার মিঠবে না। তবুও স্রষ্টার নিকটে নিত্যদিন তোমাকে পাওয়ার দরখাস্ত খানা প্রেস করা হয় ভক্তির মাধ্যমে, বেলা শেষে এক মায়াবী পিছুটান রয়ে যায় ক্লান্ত হৃদপিণ্ডের মাঝে।