আমার গল্প শুরু হোক তোমাকে ঘিরেই
স্নিগ্ধ ভোরের আলোয়, মায়ার কোমল স্পর্শে
এক অদ্ভুত উষ্ণতার ভিতরে।
তুমি যেন আমার প্রতিটি উচ্চারণে
বেজে ওঠা নীরব সুর,
প্রতিটি দৃষ্টির আড়ালে লুকানো অনন্ত বিস্ময়।
তোমার মুগ্ধতা সমুদ্রের ঢেউয়ের মতো
বারবার এসে আছড়ে পড়ে হৃদয়ের তটে,
আবার ফিরে গিয়ে রেখে যায় আকুলতার দাগ।
ভালোবাসার যে পাহাড় আমি বহন করি,
তার শিখরে দাঁড়িয়ে আছি আমি
কেবল তোমার হাতের ছোঁয়া পাবার আশায়।
সীমাহীনতার সীমানা পেরিয়ে,
নীল দিগন্তে ছুঁয়ে যেতে চায় সেই আকাঙ্ক্ষা।
সেখানে তুমি আর আমি ছাড়া আর কিছু নেই
শুধু অনন্ত আকাশ, হালকা বাতাস
আর হৃদয়ের অদম্য ধ্বনি।
তুমি আমার কাছে কোনো কেবল মানুষ নও;
তুমি আমার কবিতার অব্যক্ত উপমা,
গল্পের অদেখা সমাপ্তি,
আর জীবনের প্রতিটি অনুচ্ছেদের
গোপন সৌন্দর্য।
তোমাকে নিয়েই আমার কথন,
তোমাকে নিয়েই আমার দিগন্ত বিস্তার
অসীম, অন্তহীন, তবুও মায়াভরা।