তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার দ্বিতীয় সালানা জলসা গত ৩ মে চন্দনাইশ পৌরসদরে মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম উদ্দীন মিয়া। প্রধান অতিথি ছিলেন আনজুমান ক্যাবিনেট মেম্বার ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন মাওলানা আবুল কালাম বয়ানী। মোহাম্মদ শহীদুল আলম ও মাওলানা আবু ইউসুফ নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএসটিসির সায়েন্স ফ্যাকাল্টির ডিন ড. শহীদুল ইসলাম, হাবিব উল্লাহ মাস্টার, ব্যবসায়ী নজরুল ইসলাম, মাওলানা সোলায়মান ফারুকী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা ফেরদৌস আলম আলকাদেরী, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সভাপতি নজরুল ইসলাম, অধ্যাপক এম নূরুল হাসান, ফজল উশ শিহাব প্রমুখ। বক্তারা বলেন, আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে তারুণ্যের বৈশাখী উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ আবুল হাশেম (র.) আজীবন দ্বীনি শিক্ষা বিস্তারে নিবেদিত ছিলেন