তেজগোল্ড, নীল সাগরে বিপ্লবের স্বপ্ন

আনোয়ারায় বোরো চাষে ব্যস্ত কৃষক

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

আনোয়ারায় বোরোতে বিপ্লব ঘটাবে হাইব্রিড বীজ তেজ গোল্ড ও নীল সাগর। এই আশায় শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে কাজ করছে কৃষকেরা। বর্তমানে সেচ দেওয়া, বীজের চারা ওঠানো ও চারা রোপণে ব্যস্ত তারা।
চলতি মৌসুমে আনোয়ারায় ৫,৮৯৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১,০৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে বোরো চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছে। তবে গত বছর শিকলবাহা খালের কেঁয়াগড় এলাকায় নির্মিত স্লুইচ গেটটি খালের ভাঙনে তলিয়ে যাওয়ায় চাতরী ইউনিয়নের কয়েকশ হেক্টর জমির বোরো চাষ হুমকিতে পড়েছে।
আনোয়ারা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ, বরুমচড়া ভরা শঙ্খ খালে দেশের প্রথম হাইড্রোলিক রাবার ড্যাম নির্মিত হওয়া ও ইছামতি খালের মুখে বাঁধ নির্মিত হওয়ায় আবাদী জমির পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকশ হেক্টর পতিত জমিতেও এ বছর বোরো চাষ হবে। বর্তমানে চলতি বোরো মৌসুমে উপজেলার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, আনোয়ারা, চাতরী, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদন্ডী ইউনিয়নের ৫,৮৯৫ হেক্টর জমিতে বোরো চাষের জন্য জমির বীজতলাসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে কৃষকেরা ব্যস্ত সময় পার করছে। বোরোর মাঠে এলএলপি, উৎস কূপ ও এসটিডব্লিওসহ ৩৫০টি সেচ যন্ত্র চালু হয়েছে।
আনোয়ারা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম জানান, চলতি বোরো মৌসুমে উন্নত মানের হাইব্রিড বীজ তেজ গোল্ড, নীল সাগর, লালতীর ১২০৩, ১২০৬, হিরা, উফশী ধানের মধ্যে বিআর ২৬, ব্রি ধান ২৮, ২৯, ৪৮, ৫৮, ৬৩, ৬৭, ৭৪, ৮৪, ৮৮, ৮৯, ৯২ ধানের বীজতলা তৈরি করেছে কৃষক। তবে এসব বীজের মধ্যে হাইব্রিড ধান তেজ গোল্ড ও নীল সাগর ধরনের বীজের চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। গত বছরও তেজ গোল্ড ধানের ফলনে বিপ্লব হয়েছে। আশা করি এ বছরও এ তিন জাতের ধান উৎপাদনে কৃষকেরা বিপ্লব ঘটাবে।
উপজেলার শোলকাটা গ্রামের কৃষক মহিউদ্দীন জানান, তিনি এ বছর ৬ কানি জমিতে বোরো চাষ করবেন। তার মধ্যে ২ কানি জমিতে তেজগোল্ড ধানের চারা রোপণ করেছেন। পাশাপাশি উফশী ধানের চাষও করবেন। প্রতি কানি জমি চাষ করতে ১৫ হাজারের বেশি টাকা খরচ পড়বে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী জানান, আনোয়ারায় বোরো চাষে কৃষকদের মাঝে আগ্রহ ও উৎপাদন বাড়াতে উপজেলার ১১ ইউনিয়নের ৬ হাজার ২শ ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজধান বিতরণ করা হয়। রায়পুর, জুঁইদন্ডী, বরুমচড়া, বারখাইন ও হাইলধর ইউনিয়নসহ উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মিত হওয়ায় আবাদী জমির পাশাপাশি অনেক পতিত জমিও চাষের আওতায় আনা হয়। তাছাড়া আনোয়ারা ইছামতি খালের নোয়ারাস্তা কৈখাইনে বাঁধ হওয়ায় বোরো চাষে সফলতা এসেছে। উপজেলা কৃষি অফিস কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত ব্রিজে ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ