তৃতীয় বিভাগ ফুটবল লিগের ফলাফল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১১:২৯ পূর্বাহ্ণ

সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল মঙ্গলবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। কলেজিয়েট স্কুল মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়। গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ৩-২ গোলে বক্সিরহাট ইয়ং মেন্স ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের ইরফানুল ২টি,খোরশেদ ১টি গোল করেন। বিজিত দলের মিনহাজ ২টি গোল করেন। দ্বিতীয় খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ২-০ গোলে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে। মিশকাত ও লিটন ১টি করে গোল করেন। অন্য খেলায় সাউথ এন্ড ক্লাব ৪-০ গোলে সেবানিকেতনকে পরাজিত করে। বিজয়ী দলের আরমান,রঞ্জন,সদয় এবং জুয়েল ১টি করে গোল দেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপাইরেটসের সামনে উড়ে গেল ব্রাদার্স