তৃতীয় বিভাগ ফুটবল লিগে সাউথ এন্ড ক্লাবের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগেড় গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। কলেজিয়েট স্কুল মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সাউথ এন্ড ক্লাব জয়লাভ করে। তারা কোরবান আলীর দেয়া গোলে সিটি ক্লাবকে পরাজিত করে। বিকেলে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় রাইজিং স্টার জুনিয়র ও ডবলমুরিং ক্লাব ২-২ গোলে ড্র করে। রাইজিং জুনিয়রের হৃদয় মাজেদ ও সায়েম এবং ডবলমুরিং ক্লাবের ইফতেখার আমিন ও জয় ১টি করে গোল করেন। আজ প্রথম খেলায় বঙিরহাট ইয়ংম্যান্স ক্লাব-রাফা ক্রিকেট ক্লাব (১টা ৪৫) ও দ্বিতীয় খেলায় আলোর ঠিকানা-চান্দগাঁও স্পোর্টিং ক্লাব (৩টা ১৫) প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু বাংলাদেশের নারীদের
পরবর্তী নিবন্ধজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার অ্যাথলেটিক্স ইভেন্ট সম্পন্ন