সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি সাদা ২–০ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে।
বিজর্য়ী দলের পক্ষে গোল ২টি করেন ইমতিয়াজ উদ্দিন ফারহান। একই মাঠে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ১–০ গোলে সিটি ক্লাবকে পরাজিত করে।
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে একমাত্র গোলটি করেন সজিব বড়ুয়া। আজ সকাল ৮.৪৫ মিনিটে শহীদ শাহজাহান সংঘ বনাম লিটল ব্রাদার্স এবং সকাল ১০.৩০ মিনিটে বাংলাদেশ রেলওয়ে এস. এ বনাম রাফা ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।