চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাকলিয়া কনস্ট্রাকশন এর আর্র্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ আজ এবং আগামীকাল যথাক্রমে শুক্র ও শনিবারের জন্য স্থগিত করা হয়েছে।
এম এ আজিজ স্টেডিয়াম ও মহিলা কমপ্লেক্স মাঠের খেলাসমূহ মাঠ খালি না থাকায় পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আর এই পরিবর্তিত তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি।