তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সমাপনী আজ

আগ্রাবাদ কমরেড ক্লাব রানার্স আপ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণ হয়ে গেছে আগেই। এবার চ্যাম্পিয়ন হয়েছে কেএম স্পোর্টিং ক্লাব। তবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ সুপার ফোর পর্বের শেষ খেলায় তারা মাঠে নামবে মোহামেডান ব্লুজের বিপক্ষে। এদিকে রিজার্ভ ডেতে গড়ানো নোয়াপাড়া লায়ন্স ক্লাব এবং আগ্রাবাদ কমরেড ক্লাবের খেলাটি গতকালও শেষ হতে পারেনি। ভেজা পিচ এবং ভেজা আউট ফিল্ডের জন্য খেলার আম্পায়ারদ্বয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুটি দলই এক পয়েন্ট করে লাভ করে। এতে করে আগ্রাবাদ কমরেড ক্লাবের মোট পয়েন্ট হয় ১৩। অন্যদিকে নোয়াপাড়া লায়ন্স ক্লাব লাভ করে ৭ পয়েন্ট। সুপার ফোর পর্বে নিজেদের খেলা শেষে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে লিগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে আগ্রাবাদ কমরেড ক্লাব। রানার্স আপ দল হিসেবে তারা আগামী মৌসুমে ২য় বিভাগ লিগে খেলার সুযোগ লাভ করবে। আগের দিন টসে জিতে আগ্রাবাদ কমরেড ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে। ২০ ওভারে নির্ধারিত খেলায় ব্যাট করতে নেমে তারা ৯ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের হয়ে মোকলেসুর রহমান ১৯,ওবায়দুর রহমান ইশতি ২১,সাকিব বিন আলম ১০ এবং জাহেদ হাসান অপু অপরাজিত ১১ রান করেন। আগ্রাবাদ কমরেড ক্লাবের পক্ষে সুজন মাহমুদ ১১ রান দিয়ে ৩টি এবং জিল্লুর রহমান ১৩ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান ইসকান্দার রশিদ এবং সৌমেন বড়ুয়া। এ অবস্থায় সেদিন বৃষ্টির জন্য আর ব্যাট করতে পারেনি আগ্রাবাদ কমরেড ক্লাব। খেলা গড়ায় রিজার্ভ ডেতে। গতকাল বৃহস্পতিবারও আগ্রাবাদ কমরেড ক্লাব ব্যাট করতে মাঠে নামতে পারেনি। আজ ৪ আগস্ট চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান বাকলিয়া কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী মোহাং সোলায়মান। সমাপনী অনুষ্ঠানে সিজেকেএস কার্যনির্বাহী কমিটি, ক্রিকেট কমিটি, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ ও সর্বস্তরের ক্রীড়ামোদিদের উপস্থিত থাকার জন্য ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসেরা ক্রীড়াবিদ সাবিনা, তাসকিন ও জিয়ারুল
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টে প্রথম শান্ত