সিজেকেএস–সিডিএফ তৃতীয় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্বে আলোর ঠিকানা জয় পেয়েছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আলোর ঠিকানা ২–১ গোলে রিজেন্সী পরাজিত করে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে। তবে চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারিত হবে আজ কল্লোল সংঘ গ্রীণ ও সিটি টাইগার্সের খেলার উপর। আজ যদি এ খেলা ড্র হয় তাহলে আলোর ঠিকানা চ্যাম্পিয়ন হবে। রানার আপের জন্য দু’দলের মধ্যে লটারীর মাধ্যমে নির্ধারণ হবে। আর যদি কল্লোল সংঘ গ্রীণ জয়লাভ করে তাহলে তারা চ্যাম্পিয়ন হবে। আবার সিটি টাইগার যদি জয়লাভ করে তাহলে আলোর ঠিকানা চ্যাম্পিয়ন হবে হেড টু হেড এর মধ্যেমে। গতকালের খেলায় আলোর ঠিকানার পক্ষে প্রথম গোল করেন সাজ্জাদ হোসেন সাজু, দ্বিতীয় গোল করেন মো. ফয়সাল। ফয়সালের জোরালো শট প্রতিপক্ষের দলের খেলোয়াড়ের মাথায় লেগে গোল হয়। রিজেন্সীর পক্ষে একমাত্র গোলটি করেন মো. হৃদয়। আজ কল্লোল সংঘ গ্রীণ ও সিটি টাইগার্সের খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর ২.৩০টায় শুরু হবে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম।