নিজ বিশ্ববিদ্যালয় কর্মরত জ্যেষ্ঠ, ফার্স্ট গ্রেড, আওয়ামী ফ্যাসিস্টের দোসরমুক্ত অধ্যাপকদের থেকে থেকে উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হয়ে আন্দোলন করেন তারা। শাটডাউন কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে সিভাসু ক্যাম্পাস। বন্ধ রয়েছে ক্লাস–পরীক্ষাসহ সব দাপ্তরিক কার্যক্রম।
জানা যায়, নিজ প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের দাবিতে সিভাসুর শিক্ষার্থীরা গত ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন।