বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তৃণমূল খো খো প্রশিক্ষণ কর্মসূচি গতকাল ৭ মার্চ বিকাল ৪ টায় এম.এ আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হলে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস কোষাধ্যক্ষ ও খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং খো খো কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, শাহজাদা আলম, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, রেজিয়া বেগম ছবি, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, কামাল আহমেদ, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, মাহমুদুর রহমান মাহবুব, তানভীর আহমেদ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, সাইফুল্লাহ চৌধুরী, শওকত হোছাইন, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, কল্লোল দাশ, মহসিন কাজী, আরিফুল ইসলাম, এ এস এম সাইফুদ্দীন চৌধুরী, আঞ্জুমান আরা বেগম, এইচ এম সোহেল, সাইফুল আলম বাপ্পি, মো. জাফর ইকবাল, রাশেদুর রহমান মিলন, সিজেকেএস খো খো কমিটির ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দীন, সদস্য সাইফুল্যা মুনির প্রমুখ। উল্লেখ্য যে, ৭দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে ৩৫ জন ছেলে ও ৩৫ জন মেয়ে অংশগ্রহণ করছেন।