তুলাতলীতে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

নাসিরাবাদ সি ইউনিট তুলাতলিতে পাঁচ শাতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন। সি ইউনিট আ.লীগের সভাপতি মাহফুজুর রহমানের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলী হায়দার ও মো. ফরিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আ.লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল রহমান, ডা. মাহিদ বিন আমিন, কাউন্সিলর মোরশেদ আলম, কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, আতিকুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, সিদ্দিক কোম্পানি,একেএম জাফরুল্লাহ। বক্তব্য রাখেন আলী আকবর. এস এম মাসুদ চৌধুরী, আনিসুর রহমান মানিক, এম শাহাদাত হোসেন চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মুরিদুল আলম লিটন, রাশিদুল আনোয়ার খান, আবুল হাসান সুমন, মো. মনিরুল হক চৌধুরী, মো. বেলাল প্রমুখ। প্রধান অতিথি বলেন, দলের ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। তিনি দলের দুঃসময়ে আ. লীগের সি ইউনিটের সভাপতি মাহফুজুর রহমান বাবুল করোনা মহামারীসহ সামাজিক কর্মকান্ডে বিভিন্ন অবদান রাখায় তাকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন বিধবা নারী পেলেন অটোরিকশা উপহার
পরবর্তী নিবন্ধকাটগড় ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সভা