স্বামী নারায়ণ পুরী মহারাজের প্রয়াণের ৬ষ্ঠ বর্ষে স্মরণ উৎসব গত ৮ ও ৯ মার্চ নন্দনকানন মহানির্বাণ তীর্থ তুলসীধামে উদ্যাপিত হয়। তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে ৮ মার্চ ধ্বজা উত্তোলন, সমাধিপীঠে গীতাপাঠ ও চণ্ডীপাঠ, গুরুপূজা, সন্ধ্যারতি, সমবেত প্রার্থনা, অধিবাস কীর্তন এবং ৯ মার্চ চতুষ্প্রহর মহানামযজ্ঞ, সংগীতাঞ্জলি, দীক্ষাদান, বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ভাগবৎ পাঠ করেন সনাতন দাশ। চিকিৎসা সেবা দেন অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের ডা. মনোজ চৌধুরী, ডা. অপূর্ব ধর, ডা. জয়া দেবী, ডা. বিবরণ দাশ, ডা. এস কে পাল সুজন, ডা. জিকু চৌধুরী, ডা. রামানন্দ দে। প্রেস বিজ্ঞপ্তি।