মায়ের কোলে এলো খোকা তেইশে নভেম্বর
রাজপুত্রের কান্না শুনে অস্থির ভয়–ডর
সিজার করলেন স্বনামধন্য রোজী সিদ্দিকী
আনন্দে মা আত্মহারা খুশি ঝিকিমিকি।
পাঞ্জাবীর ভাঁজ নষ্ট হবে সাবধান দূরে সবাই।
আমার আব্বুর নাতি কোলে অবাক হয়ে তাকাই।
আমার মায়ের সে কি খুশি ক্লিনিক–হাসপাতালে
মিষ্টি মুখে ব্যস্ত ছিলেন, খুশি আভা গালে
একটু পরে মা বলেন নাতির নাম হবে তুলতুল
খবরদার এ নাম নিয়ে কেউ করিসনেকো ভুল।
হঠাৎ করে আমার খোকা অসুস্থ ভীষণ
তুলতুলকে নিয়ে আমার চিন্তায় কাটে ক্ষণ।
দেখতে গলুমুলু আমার তুলতুল সোনা মনি
হাসি তো নয়, যেন সে যে ভালোবাসার খনি।
আমার তুলতুল আমায় ফেলে হারিয়ে গেছে দূরে
তার জন্য মনটা আমার কাঁদে আকুল সুরে।
তুলতুল আমার ভালোবাসতো গান আর গান
গানের সুরে দুলতো আলোয় জুড়িয়ে রাখতো প্রাণ।