এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাইপর্বের ম্যাচ খেলতে সিঙ্গাপুরে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে প্রথম ধাপের বাছাইয়ে সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে আজ বুধবার গ্রুপের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচের আগের দিন কোচ গোলাম রব্বানী ছোটন জানান,তুর্কমেনিস্থানের বিপক্ষে ম্যাচটি জিতে আসর শুরু করতে চায় তার শিষ্যরা। এবারের দলটির প্রায় কারোরই বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে গিয়ে নার্ভাস নয় মেয়েরা, জানালেন কোচ গোলাম রব্বানী ছোটন।
তিনি বলেন, ‘মেয়েরা দেশের বাইরে প্রথম এলেও নার্ভাস নয়। প্রথম ম্যাচ তারা জয় দিয়েই শুরু করতে চায়। আমাদের প্রস্তুতিও ভালো, ফলে আশা করি জয় পাওয়া কঠিন হবে না।’ বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান সম্পর্কে সেই রকম ধারণা নেই। গতকাল টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কোচের মন্তব্য থেকে কিছু ধারণা পেয়েছেন ছোটন, ‘তারাও এই টুর্নামেন্ট থেকে কোয়ালিফাই করতে এসেছে। আমাদের হারাতে চায়, তবে আমরা বিচলিত নই।’ এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপের ৩ দলের মধ্যে কেবল একটি দলই পরবর্তী বাছাইয়ে খেলবে। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৩০ এপ্রিল বাংলাদেশের মেয়েদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর।