তুরস্কের সরকারি স্কলারশিপ কর্তৃপক্ষের প্রতিনিধি দলের আইআইইউসি পরিদর্শন

| বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

তুরস্কের বুস্লারি স্কলারশিপ কর্তৃপক্ষের দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিনিধি দলের সদস্য হলেন কালচারাল অ্যান্ড সোশাল অ্যাফেয়ার্সের কোঅর্ডিনেটর মুহাম্মদ মোজাহিদ ইলমাজ ও এক্সপার্ট ফিরাত কেসকিন। মতবিনিময় সভায় বক্তব্য দেন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিওটি সদস্য ইন্টান্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান ড. আ জ ম ওবায়েদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি’র ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। তুরস্কের বুস্লাারি স্কলারশিপ কর্তৃপক্ষ আইআইইউসি’র সাথে কাজ করছেন ২০১৪ সাল থেকে এবং ইতোমধ্যে অনেক আইআইইউসি’র ছাত্র এই স্কলারশিপের অধীনে পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে বিদেশে সুনামের সাথে অবদান রাখছেন। সভায় জানানো হয় আগামীতে আইআইইউসির আরো বেশি সংখ্যক ছাত্র শিক্ষকদের পুরো স্কলারশিপের এই সুবিধা দেয়া হবে। তাছাড়া আইআইইউসিতে তুরস্ক ভাষা শিক্ষা কোর্স পরিচালনায় সহযোগিতা দেয়া হবে। এসব বিষয়ে খুব শীঘ্রই ওয়াইটিবি ও আইআইইউসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

উল্লেখ্য, আইআইইউসি থেকে বাংলাদেশের সবচাইতে বেশি শিক্ষার্থী তুরস্কের এই সরকারি স্কলারশিপের অধীনে পড়ার সুযোগ পেয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম আগামীতে আইআইইউসির প্রতি সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেন। আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের উপর আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাড্ডায় ১১ লাখ টাকা চুরি, কক্সবাজারে নারীসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধবন্দর সংস্কারে মন্ত্রণালয়ে মেট্রোপলিটন চেম্বারের ১২ দফা প্রস্তাবনা