তুরস্কে ভূমিকম্পের ১০ দিন পর কিশোরী জীবিত উদ্ধার

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কের কাহরামানমারাস প্রদেশে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংস্তূপ থেকে ১৭ বছর বয়সের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভূমিকম্পের ২৪৮ ঘন্টা পর এই কিশোরীকে উদ্ধারের খবর জানিয়েছে তুরস্কের সংবাদ সমপ্রচারমাধ্যম টিআরটি হারবার। ফুটেজে দেখা গেছে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারিতে হওয়া এই ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা অন্তত ৩৬ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮শ জনে। খবর বিডিনিউজের। দুই দেশ মিলে মোট মৃতের সংখ্যা ৪২,০০০ পেরিয়ে গেছে। এখনও বহু মানুষ নিখোঁজ হয়ে আছে। দুই দেশ মিলে ঠিক কত মানুষ নিখোঁজ, তা এখনও জানা যায়নি। তুরস্কে এখনও ধ্বংসস্তুপ থেকে কাউকে কাউকে জীবিত পাওয়া যাচ্ছে। গত বুধবারও কাহরামানমারাস থেকে উদ্ধার পেয়েছেন দুই নারী। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও মানুষকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে।

বহু পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের লাশ উদ্ধারের অপেক্ষায় আছে। ভূমিকম্পে ধসে পড়া ভবনের নির্মাণকাজ প্রশ্নবিদ্ধ হয়েছে। ত্রুটিপূর্ণভাবে ভবন নির্মাণের কারণে ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুতে জনমনে ক্ষোভ বাড়ছে।

তুরস্কের আনতাকিয়া নগরীতে এক বাসিন্দা বলেন, আমার দুই সন্তান আছে। তারা দুইজনই ধ্বংসস্তূপে চাপা পড়েছে। ভূমিকম্পে ভবন ধসে প্রায় ৬৫০ জন মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবহিঃশক্তির আক্রমণ প্রতিরোধে সক্ষম সেনাবাহিনী গড়া হচ্ছে
পরবর্তী নিবন্ধপাঁচ লাখ টাকার প্যাকেজে রোহিঙ্গাদের বিদেশ প্রেরণ