তুরস্কে দুর্ঘটনাস্থলের উপর উঠে গেল বাস, নিহত ১৬

| রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

তুরস্কে একটি সড়ক দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল ঘিরে কাজ করছিলেন ফায়ার ফাইটার, উদ্ধারকর্মী ও সাংবাদিকরা। হঠাৎ করেই একটি বাস ওই ভিড়ের উপর উঠে গেলে ১৬ জন নিহত এবং ২১ জন আহত হন। তুরস্কের দক্ষিণের নগরী গাজিয়ান্তেপের কাছের একটি সড়কে গতকাল শনিবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। নিহতদের মধ্যে দুইজন ফায়ার ফাইটার, দুইজন জরুরি উদ্ধারকর্মী এবং দুইজন সাংবাদিক রয়েছেন বলে টুইটারে নিশ্চিত করেছেন গাজিয়ান্তেপের গভর্নর।
বিবিসি জানায়, সড়কে একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে সেখানে ছুটে যান ফায়ার ফাইটার এবং জরুরি উদ্ধারকর্মীরা। খবর সংগ্রহ করতে সাংবাদিকরাও ঘটনাস্থলে যান। হঠাৎ করেই দ্রুতগতির একটি বাস ওই ভিড়ের উপর উঠে পড়ে এবং পিছলে প্রায় ২০০ মিটার যাওয়ার পর উল্টে যায়। তুরস্কের সাংবাদিক ইউনিয়ন থেকে এ ঘটনায় তাদের দুইজন সাংবাদিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্তের ঘোষণা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমিজানুর রহমান