তোমার উপন্যাসের মাঝে তুমি বেঁচে থাকবে অনন্তকাল; প্রিয় সমরেশ মজুমদার। কৈশোর আর যৌবনের ‘উত্তরাধিকার’ নিয়ে ‘কালবেলা’য় ‘কালপুরুষ’ এর সাথে সখ্যতা, অনিমেষ আর মাধবীলতাকে খুঁজে পাই নিজের মাঝে কখনো কখনো, আর মাঝখানে এসে পড়ে দ্রুব, এমন ‘গর্ভধারিণী’ কেউ কি হবে আর, ‘দৌড়’এও আর ফিরে পাবো না ‘মহাকাল” এর সেই সমরেশ মজুমদারকে।
ওপার বাংলার সাহিত্যকে তুমি করেছো সমৃদ্ধ, এপার বাংলায় পেয়েছো পাঠকপ্রিয় জনপ্রিয়তা। একটা সময় চট্টগ্রামের জলসা মার্কেটের কারেন্ট বুক সেন্টার, নিউ মার্কেটের বুকম্যান, গুলিস্থান লাইব্রেরিতে প্রতিমাসেই ছুটে যেতাম সমরেশ এর নতুন বই এসেছে কিনা খবর নিতে। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী কতবার কিনেছি তার ইয়ত্তা নেই, কখনো কাউকে উপহার দিতে, কখনোবা নিজের সংগ্রহে রাখার জন্য। সংগ্রহে থাকা বইগুলো যতবার কেউ পড়তে নিয়ে গেছে তা আর ফেরত পাইনি, তবে তাতে কোনো আক্ষেপ ছিলো না বরং শান্তি পেতাম তোমার পাঠকপ্রিয়তা দেখে। ক‘দিনের পকেট খরচ বাঁচিয়ে আবারও কিনতাম বইগুলো। ভালো থেকো পরপারে প্রিয় লেখক। তোমার কালজয়ী উপন্যাসের মাঝেই তুমি বেঁচে থাকবে অনন্তকাল।