তুমি ফিরে যাবে ভাবতেই
বুকের ভেতর হু হু শূন্যতা,
অজস্র কাচ ভাঙা ঝনঝনানি,
হৃদয়ে শ্রাবণের বরিষণ।
তুমি ফিরে যাবে ভাবতেই
উড়ে যায়, জীবনের চাওয়া পাওয়া
এলোমেলো হাওয়ায়, শব্দহীন আমি
কেবলই পড়ে থাকা ঝরা পাতা।
তুমি ফিরে যাবে ভাবতেই
নিঃসঙ্গতা, বিষাদের ছায়া
লেপ্টে থাকে তীব্র অতৃপ্ত
হৃদয়ের অভ্যন্তরে।
তুমি ফিরে যাবে ভাবতেই
ডুবে যাই চোরা বালুচরের
অতল গহ্বরে; অন্ধকারে আচ্ছন্ন হই।
নিমেষে নিভে যায় সব আলো।
আমি জানি, তুমি ফিরে গেলে আর
আসবে না….কখনই আসবে না।
তুমি কি সত্যি ফিরে যাবে?