তুমি এক অমূল্য সম্পদ

মাঈন উদ্দীন রুবেল | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বাবা মানে স্নেহ, ভালোবাসায় আগলে রাখার এক মহান ব্যাক্তিত্ব। বাবা মানে হৃদস্পন্দন, আস্থা, নির্ভরতা ও ভালোবাসার শেষ আশ্রয়স্থল। বাবা ছেলেমেয়ের জন্য অমূল্য সম্পদ। বাবা নামক বটবৃক্ষ, ছায়া হয়ে পাশে থাকলে মনে হয় যেন বিশ্বটা জয় করা খুব সহজ। বাবা হচ্ছে একজন ছেলেমেয়ের উন্নতির শিখরে পৌঁছানোর জন্য, আর্থিকভাবে, মানসিকভাবে, প্রেষণামূলকভাবে, সাহস ও উৎসাহ পাওয়ার একটা শক্তি।

বাবা হারিয়েছি আজ দশ বছর, বাবা হারানোর ব্যথা আজো ভোলার নয়। প্রতি মুহূর্তে বাবার কথা মনে পড়ে, তার উপদেশমূলক কথাগুলো বারবার হৃদয়ে নাড়া দেয়। বাবা শব্দটা বলে ডাকা আর সম্ভব নয়। চিরতরের জন্য পরপারে পাড়ি জমালো। আজ বাবা দিবসে বাবাকে খুব মনে পড়ে। আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

সর্বোপরি বলছি, বাবা যেন শেষ বয়সে কারো বোঝা না হয়। তার জীবনযৌবন দিয়ে যে ছেলেয়েদের লালন পালনে কাটিয়ে দেয়। তার শেষ বয়সে যেন শেষ আশ্রয়স্থলটা পরিবারেই হয়, কোনো বৃদ্ধাশ্রম যেন না হয়। পৃথিবীর সকল বাবা ভালো থাকুক, বাবা দিবসে সকল বাবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধএকটু ভাবুন কে সেই বাবা
পরবর্তী নিবন্ধতোমাকে মনে পড়ে বাবা