মুখে বলা যতো সহজ
করাটা যে কঠিন
ভেবে চিন্তে করলে কাজ
হবে না মলিন।
কথায় যাহা বলো তুমি
করে যাও কাজ
সময় তোমার দেবে বলে
নয় তুমি ঠকবাজ।
গাছে কাঁঠাল দেখে তুমি
গোঁফে দিলে তেল
পেট তোমার থাকবে খালি
বাড়বে না আক্কেল।
মোহাম্মদ তাজুল ইসলাম | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ