ছোট পর্দার বড় নায়িকা তানজিন তিশার সিনেমা ‘পয়জন’। বড় পর্দা নয়, ছবিটি চলবে ওটিটি প্ল্যাটফর্মে। খবরটি অনেকটা চমকের মতোই হঠাৎ সামনে আনলেন এর নির্মাতা সঞ্জয় সমদ্দার। যিনি হায়ারে গিয়ে টলিউডে বানিয়েছেন জিতের জন্য সিনেমা ‘মানুষ’। অভিষেকেই নাম কুড়িয়ে ঢাকা ফিরেছেন সমপ্রতি। এর আগে ছোট পর্দা আর ওয়েবের জন্য অসংখ্য প্রশংসিত ফিকশন রয়েছে তার নির্মাণের খাতায়।
ফলে নির্মাতা বিচারে ‘পয়জন’ দর্শকদের জন্য বাড়তি প্রত্যাশার খোরাক জুগিয়ে রেখেছে। অপেক্ষা শুধু দীপ্ত প্লে–তে অন–এয়ারের। নির্মাতা জানান, ঈদের বিশেষ সিনেমা হিসেবেই এটি মুক্তি দেবে দীপ্ত কর্তৃপক্ষ। আমরা শুটিংও শেষ করে ফেলেছি পুরো সিনেমার। সব শেষ করে ঘোষণাটি দিলাম। কারণ, কাজের আগে কথা বললে সেটি নির্মাণে ব্যাঘাত ঘটে। আমরা কাজটি করতে চেয়েছি নিরিবিলি, সেটাই হয়েছে। গতকাল শনিবার নির্মাতা জানিয়েছেনও হুবহু তাই। যদিও তাতে খটকা জমলো বেশ। কারণ, ঘটনাটি এতো দ্রুত মুছে যাবার কথা নয়। ‘পয়জন’ রচনা করেছেন মামুনুর রশিদ তানিম। এতে তিশা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।