তিন হ্যাকারসহ গ্রেপ্তার ৫

অবৈধভাবে জন্মনিবন্ধন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরেরিজম ইউনিট। এর মধ্যে তিনজন হ্যাকার। চট্টগ্রাম, নড়াইল, ঢাকা ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন। তিনি জানান, আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

চসিক সূত্রে জানা গেছে, ছয়টি ওয়ার্ডের আইডি ব্যবহার করে গত ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৭৯৬টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা। এর মধ্যে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আইডি হ্যাক করে ৪০৯টি, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে ৮৪টি, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের আইডি ব্যবহার করে ৪০টি, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে ১০টি, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে ২৪৯টি এবং ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের আইডি হ্যাক করে ইস্যু করা হয় ৪টি জন্মনিবন্ধন সনদ। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।

পূর্ববর্তী নিবন্ধগৃহকর্তার ভাই গ্রেপ্তার বোন পলাতক, দুইজনকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধঅভ্যন্তরীণ নৌ পরিবহন খাতে আবার অস্থিরতার শঙ্কা