তিন স্পটে ৩১ মামলা ৩৯ হাজার টাকা জরিমানা

বিআরটিএর অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

নগরীর তিন স্পটে বিআরটিএর অভিযানে ৩১ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিআরটিএ চট্টগ্রামের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর কোতোয়ালী, বহদ্দারহাট এবং সিটি গেইট এলাকায় এসব অভিযান চলে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৮ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। বহদ্দারহাট এলাকায় অভিযান চালান বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৭ মামলায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে নগরীর সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। তিনি ১৬ মামলায় ২২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। তন্মধ্যে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ৭টি গণপরিবহনকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৪৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপণ্যের অশুভ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দলে স্থান নেই